ঝাড়গ্রামে প্রথম অনুষ্ঠিত হলো সাঁওতালি বইমেলা । যেখানে সাঁওতালি ভাষায় প্রায় সমস্ত লেখকের বই পাওয়া যাবে । বুধবার দিন ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় । ঝাড়গ্রাম শহরের আরবিএম স্কুল থেকে পদযাত্রা শুরু হয়ে বইমেলা প্রাঙ্গণ তথা রবীন্দ্র পার্কে পদযাত্রা শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন বিষয়ক দপ্তরের স্বাধীনতা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু , স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিরবাহা হাঁসদা , পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমির চেয়ারম্যান তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা , ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস , ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ ঝাড়গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমির উদ্যোগে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাঁওতালি বইমেলার আয়োজন করা হয়েছে । ৭ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই বইমেলা । বইমেলায় প্রতিদিন রয়েছে সাঁওতালি সমাজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।
Be the first to comment