ঝাড়গ্রাম শহরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ । চলে গুলিও। রাতে দফায় দফায় গোলমালের জেরে সন্ত্রস্ত হয়ে পড়েছেন ঝাড়গ্রাম শহরবাসী। বিজেপির পাল্টা প্রতিরোধে পালিয়ে যায় তৃনমূল বাহিনী। তৃনমূল অনুগামীরা ৭ টি বাইক ফেলে পালায় বলে খবর। ভাঙচুর করা হয় ৭ টি বাইকেও। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তৃণমূল কর্মীদের ছোড়া বোতলে জখম হন বর্তমানের চিত্র সাংবাদিক সুমন্ত সিনহা। তাঁর বাম হাতে এসে পড়ে বোতল। কনুইয়ের কাছে গুরুতর চোট লাগে বলে জানা গিয়েছে। ঘটনার জেরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে।
তবে, বিজেপির অভিযোগ এদিন জেলা কার্যালয়ে বৈঠক চলাকালীন আচমকাই তাদের উপর হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানায়, এদিন তাদের বাইক মিছিল চলাকালীন হামলা চালায় বিজেপির লোকজন। ঘটনায় ঝাড়গ্রাম শহরে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে।
Be the first to comment