আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায়ের বিধানসভা ভোট। ভোট চলাকালীন বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। গুমলার সিসাই কেন্দ্রে একটি বুথের সামনে গুলি চলেছে। এই ঘটনায় ৩ জন গুরুতর জখম হন। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুষ্কৃতীরা ব্লক প্রশাসনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
দ্বিতীয় দফায় ২০টি আসনে ভোট হচ্ছে। আজ যে সমস্ত প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস। জামসেদপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়ছেন। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী সরযূ রাই এবং গৌরব ভল্লভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টুইট করে ঝাড়খণ্ডের জনগণকে ভোটদানে উৎসাহিত করেছেন।
বিজেপি দ্বিতীয় দফার ভোটে ২০টি আসনের সবগুলিতেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে বিরোধী জোট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ১৪টি আসনে এবং কংগ্রেস ৬টি আসনে প্রার্থী দিয়েছে। দ্বিতীয় দফার ভোটে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের মধ্যে রঘুবর দাস ছাড়াও উল্লেখযোগ্য হলেন ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষ দিনেশ ওঁরাও, নগর উন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুণ্ডা, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী রামচন্দ্র সাহিস, প্রাক্তন মন্ত্রী সরযূ রাই এবং রাজ্য বিজেপির সভাপতি লক্ষ্মণ গিলুয়া।
ঝাড়খণ্ডে ৬০৬৬টি কেন্দ্রে ভোট হচ্ছে। এর মধ্যে মাওবাদি অধ্যুষিত এলাকায় ৯৪৯টি কেন্দ্রকে সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং ৭৬২টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনয় কুমার চৌবে বলেন, মাও অধ্যুষিত অনেক এলাকায় ভোট হচ্ছে। সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ১৮টি আসনে ভোট হচ্ছে। জামসেদপুর পূর্ব ও জামসেদপুর পশ্চিম এই দুই কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। মোট ২০টি আসনের মধ্যে ১৬টি আসন তপশিলি উপজাতি ও ১টি আসন তপসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত। সকাল ৯টা পর্যন্ত ১৩.৩ শতাংশ ভোট পড়েছে।
Be the first to comment