আবার অনাহারে মৃত্যুর খবর এসেছে ঝাড়খণ্ড থেকে। রামগড়ের মান্ডু ব্লকের নওয়াডি গ্রামের ঘটনা। সেখানে বৃহস্পতিবারা বিরহোর আদিবাসী চল্লিশ বছরের রাজেন্দ্র বিরহোরের বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁর রেশন কার্ড ছিল না। তবে জেলা প্রশাসন অনাহারে মৃত্যুর কথা অস্বীকার করেছে। তাদের মতে, মৃত্যু হয়েছে অসুখে। রাজেন্দ্রর স্ত্রী দেবী জানিয়েছেন, তিনি জন্ডিসে ভুগছিলেন। খাবার আর ডাক্তারের লিখে দেওয়া ওষুধ কেনার টাকা তাঁর কাছে নেই। সস্তায় চাল-গম আনার জন্য রেশন কার্ডও তাঁদের কাছে নেই। তাঁদের ৬ সন্তান। রাজেন্দ্রই ছিলেন একমাত্র রোজরেগে। কয়েকদিন আগে তিনি রাজেন্দ্রপ্রসাদ হাসপাতালে ভর্তিও ছিলেন। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। মৃত্যুর খবর পাওয়ার পর বিডিও তাঁদের বাড়িতে গিয়ে চালডাল আর নগদ ১০ হাজার টাকা দিয়ে এসেছেন। কেন তাঁদের রেশন কার্ড হয়নি তাও খতিয়ে দেখছেন তিনি।
Be the first to comment