শান্তিতেই মিটলো তৃতীয় দফার ভোটগ্রহণ, ঝাড়খণ্ডে ভোট পড়ল ৬১.৯১%

Spread the love

বিক্ষিপ্ত কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া বৃহস্পতিবার মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হল ঝাড়খণ্ড বিধানসভার তৃতীয় দফার ভোটগ্রহণ। এদিন রাজ্যের মোট আট জেলার বিধানসভার ১৭টি আসনে ভোট নেওয়া হয়েছে। গড়ে ভোট পড়েছে ৬১.১৯ শতাংশ।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাঁচি, হাতিয়া, কাঁকে এবং রামগড়ের কেন্দ্রগুলিতে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বাকি কেন্দ্রগুলিতে বেলা ৩টের সময় ভোটগ্রহণ শেষ হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ৫৬,১৮,২৬৭ জন। এর মধ্যে ২৬,৮০,২০৫ জন মহিলা এবং ৮৬ জন তৃতীয় লিঙ্গ।

তৃতীয় দফার নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩০৯ জন। এর মধ্যে ৩২ জন মহিলা। তারকা প্রার্থীদের মধ্যে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, নগরোন্নয়ন মন্ত্রী সিপি সিং এবং শিক্ষামন্ত্রী নীরা যাদব অন্যতম। তৃতীয় দফায় মোট ৭,০১৬টি বুথের মধ্যে ১,০০৮টি বুথকে সংবেদনশীল এবং ৫৪৩টি’কে অতি সংবেদনশীল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এই সমস্ত বুথ মাওবাদী প্রভাবিত এলাকায় অবস্থিত। এছাড়া নিরাপত্তার কথা মাথায় রেখে ২,০১৪টি বুথে ওবেবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে ৩০ নভেম্বর। আগামী ২০ ডিসেম্বর পঞ্চম তথা শেষদফার ভোটগ্রহণ। ২৩ ডিসেম্বর ভোটের ফল ঘোষণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*