জন্মাষ্টমীর পর একদিন কাটতে না কাটতেই বড়সড় ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার!

Spread the love
জন্মাষ্টমীর পর একদিন কাটতে না কাটতেই বড়সড়  ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার ৷ ঝাড়খণ্ডের গরহওয়া জেলার একটি স্টেশনের নাম বদল করার প্রস্তাব দিল ঝাড়খণ্ড সরকার ৷ রাজ্য সরকারের সেই প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
এই প্রথম নয় ৷ এর আগেও মনীষীদের নামে রেলস্টেশন নামকরণের নজির থেকেছে দেশবাসী ৷ কিছুদিন আগেই মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে রাখা হয় দীনদয়াল উপাধ্যায় ৷ এছাড়াও উত্তরপ্রদেশের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল সোনভদ্রা ৷ এবার গরহওয়া জেলার নগর উনতারি শহরের স্টেশনের নাম পরিবর্তন করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল ঝাড়খণ্ড সরকার ৷ রাজ্য সরকারের এই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রও ৷
উনতারি রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে বংশীধর নগর ৷ কারণ ওই শহরেই কৃষ্ণের একটি জাগ্রত মন্দির রয়েছে ৷ যা ওই শহরে আসা পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় স্থান ৷ তাই সেই কৃষ্ণের মন্দিরের নামেই রেলস্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার।
স্টেশনের নাম পরিবর্তন প্রসঙ্গে সরকারের তরফে একটি বিবৃতি পেশ করা হয় ৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনের মত শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকবে, এমনই চাইছেন স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই রাজ্যের মুখ্য়মন্ত্রী রঘুবার দাসও চাইছেন রাজ্যের নামের অদল-বদল ৷ শুধু তাই নয়, ইসকন(ISKON)-র সঙ্গে চুক্তি করে ওই এলাকায় একটি মন্দির তৈরির পরিকল্পনা চলছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*