টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। বৃহস্পতিবার নিজের অবসরের কথা ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন।
টি ২০ ফরম্যাটে ৬৮ টা ম্যাচ খেলে ৫৬ উইকেট নিয়েছেন ঝুলন। নিজের অবসরের সিদ্ধান্তে ঝুলন বলেন, টি ২০ হলো তরুণ প্রজন্মের খেলা। এই দ্রুতগতির ক্রিকেটের চাপ আর নিতে পারছেন না তিনি। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য ওয়ান ডে ও টেস্ট ক্রিকেট খেলবেন ঝুলন।
বিশ্বের দ্রুততম মহিলা বোলার ভারতের মহিলা ক্রিকেটারদের সব ধরণের সাহায্যের জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের মহিলা দলকে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজে টি ২০ বিশ্বকাপের জন্য শুভেচ্ছাও জানান ঝুলন। বিসিসিআই ও ভারতীয় মহিলা দলের তরফে ঝুলনকে ধন্যবাদ জানানো হয়েছে। বাকি দুই ফরম্যাটেও যাতে ঝুলন আরও ভালো খেলতে পারেন সেইজন্য শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০০২ সালে আন্তর্জাতিক খেলা শুরু করেন বর্তমানে ৩৫ বছরের ঝুলন। ১৬৬ ওয়ান ডে খেলে তাঁর উইকেট সংখ্যা ২০০। তিনিই একমাত্র মহিলা ক্রিকেটার যাঁর একদিনের ক্রিকেটে ২০০ উইকেট রয়েছে।
Be the first to comment