এবার তাদের ধামাকা অফার বছরে ১,০৯৭ টাকায় কথা বলুন যত ইচ্ছা ৷ ৩৬৫ দিনের জন্য ভ্যালিড থাকবে এই প্ল্যান ৷
তবে কথা বলার এই প্ল্যান থাকলেও ডেটার ক্ষেত্রে বিশেষ সুবিধা মিলবে না এই প্যাক থেকে ৷ এর সঙ্গে অফারে থাকছে ২৫ জিবি ডেটা ৷ পাশাপাশি থাকবে না কোনও এসএমএসের সুবিধা ৷
প্রাথমিকভাবে এই অফার চালু করে দেখা হচ্ছে মুম্বই ও দিল্লি এই দুটি সার্কেলে।এই মুহূর্তে সারা ভারত জুড়ে বিভিন্ন টেলিকম কোম্পানি নানা অফার দিতে থাকে গ্রাহক ধরে রাখার জন্য ৷ আগেও এই কম্পিটিশন ছিল কিন্তু জিও আসার পর পুরো ভারতেই টেলিকম কোম্পানিগুলি নিজেদের ট্যারিফ প্ল্যান নিয়ে নানা রকমের পরীক্ষানিরীক্ষা করতেই থাকে ৷
তারমধ্যেই ধামাকা দিল বিএসএনএল ৷ ভারত সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে নিজেদের গ্রাহকদের জন্য দারুণ এক প্ল্যান আনা হয়েছে ৷দিন কয়েক আগেই ব্রডব্যান্ডে ও সেলুলারের গ্রাহকদের অনেক অফার দিয়েছে ৷ বেশ কিছু প্রি পেইড অফারও দিয়েছে তারা ৷
তবে জিও-র যে অফারকে বাজিমাত করতে এই সুবিধা তাতে অবশ্য ১৬৯৯ টাকায় বছরে আনলিমিটেড কলিং থেকে প্রতিদিন ১.৫ জিবি ডেটা অর্থাৎ বছরে ৫৪৭.৫ জিবি এবং দিনে ১০০ টি করে এসএমএসের সুবিধা থাকছে ৷ ফলে বিএসএনএলের এই অফার জিও কে কতটা কাত করতে পারবে তা নিয়ে থাকছে প্রশ্ন ৷
Be the first to comment