পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দেওয়া হল ওয়াই-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সরকারি সূত্রের খবর, হামলায় জীবনহানির আশঙ্কার কারণে নিরাপত্তার প্রয়োজন রয়েছে বিবেচনা করেই তাঁকে দেওয়া হয়েছে এই নিরাপত্তা। ওয়াই-প্লাস ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১১ জন দেহরক্ষী থাকবেন জিতেন্দ্রর সঙ্গে।
তৃণমূলে থাকার সময় জিতেন্দ্রর নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। তৃণমূল ছাড়ার পরে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়। তিনি এরপর পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন।
আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছেন।
Be the first to comment