আবারও তুষারপাতের স্বাক্ষী জম্মু-কাশ্মীর

Spread the love

জম্মু-কাশ্মীরে আবারও তুষারপাত। কাজিগুন্দ এলাকায় জওহরলাল টানেলে বরফ জমে যাওয়ায় যান চলাচল বন্ধ জম্মু-কাশ্মীর ন্যাশনাল হাইওয়েতে। দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ ব্যাহত কাশ্মীরের। যান চলাচল বন্ধ নাগরোটা চেক পোস্টেও। এদিকে লাগাতার তুষারপাতে দুশ্যমানতা কমেছে শ্রীনগর বিমানবন্দরেও। এই মরশুমে এটাই উপত্যকায় সবচেয়ে বড় তুষারপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। শহরের বিভিন্ন রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হচ্ছে। টানা তুষারপাতের কারনে রাস্তা থেকে বরফ সরানোর সময় পাচ্ছেন না কর্মীরা। উপত্যকার তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নীচে। কারগিলে সবচেয়ে নীচে তাপমাত্রা। মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*