জামাত নুসরত আল ইসলাম ওয়াল মুসলিম বা জেএনআইএম-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা ৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে জেএনআইএম-কে চিহ্নিত করেছে ট্রাম্প সরকার ৷
ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা মেনে জেএনআইএম-কে জঙ্গি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়াও বিশ্বব্যাপী সাড়া ফেলা জঙ্গি সংগঠন বা স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশনও বলা হচ্ছে একে ৷
মালিতে আলকায়দার অন্যতম শাখা হিসেবে নিজেদের পরিচয় দিত জেএনআইএম৷ বিভিন্ন আত্মঘাতী বিস্ফোরণ, অপহরণে যুক্তও ছিল এই জঙ্গি সংগঠন৷ ২০১৭ সালের জুন মাসে বামাকো, মালি মালিয়ান সেনাদের উপর হওয়া হামলার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন ৷
২০১৮ সালে ৮ মার্চ বুরকিনা ফাসোতে হওয়া হামলার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন৷ জেএনআইএমের নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ জঙ্গি নেতা ইয়াদ আগ ঘালে৷ তাকেও ‘ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ এর তকমা দিয়েছে আমেরিকা ৷
ওয়াশিংটন সন্ত্রাসদমন শাখার কোঅর্ডিনেটর নাথান এ সালেস জানিয়েছেন, আলকায়দার শাখা জেএনআইএম আমেরিকার পক্ষে ক্ষতিকারক৷ মূলত এই সংগঠন থেকেই আলকায়দার আর্থিক লেনদেন হয়৷ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের পক্ষেই বিপজ্জনক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জেএনআইএম ৷
Be the first to comment