JNU-এর পড়ুয়াদের রাষ্ট্রপতি ভবন অভিযান, পুলিশের সঙ্গে বাঁধলো খণ্ডযুদ্ধ

Spread the love

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আবাসনের ফি বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তপ্ত রাজধানীর রাজপথ ৷ এর আগেও একাধিকবার ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা। সোমবার ফের হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে রাষ্ট্রপতি ভবন অভিযানের ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ রাষ্ট্রপতি ভবন অভিযানের মিছিলকে ঘিরেই পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সরোজিনী নগর সংলগ্ন এলাকা ৷

পড়ুয়াদের এই কর্মসূচির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ভিকাজি কামা প্লেস মেট্রো স্টেশনের কাছে ব্যারিকেডও বসিয়েছিল পুলিশ ৷ সেই ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোনোর চেষ্টা করলেই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

প্রায় এক মাস ব্যাপী পড়ুয়াদের আন্দোলনের পরেও সমস্যার সুরাহা হয়নি ৷ এরপরে আজ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ পড়ুয়াদের অভিযোগ ছিল, নতুন ফি কাঠামো বিশ্ববিদ্যালয়ের নীতির পরিপন্থী ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পড়ুয়াদের অসুবিধার কথা না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করছে পড়ুয়াদের একাংশ ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি কাঠামোয় আংশিক কিছু পরিবর্তন করলেও তা মেনে নেয়নি পড়ুয়ারা ৷ ফলে আন্দোলন আরও দীর্ঘ হয়েছে ৷ এর আগেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ই-মেইলের মাধ্যমে তাদের দাবির কথা জানিয়েছিল পড়ুয়ারা ৷

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে আবাসনের নতুন নিয়ম চালু করে ৷ নতুন নিয়মে প্রতি মাসে ১৭০০ টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া ২০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয় ৷ পাশাপাশি দু’জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে ৷ আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ ৫৫০০ থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করা হয়েছে ৷ এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ পূর্বে এই পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হত পড়ুয়াদের ৷ ১৯৭২ সালের পর গতবছর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজিত হয় ৷ গতবছরেও উপাচার্য এম জগদেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সমাবর্তন বয়কট করার ডাক দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

দেখুন ভিডিও

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*