ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার সংসদ অভিযান কর্মসূচি নিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু, ক্যাম্পাসের কাছেই তাদের মিছিল আটকে দিলো পুলিশ। এর আগে ১১ নভেম্বর ফি বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। সেই কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর ৷
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৮ অক্টোবর থেকে আবাসনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে ৷ সেই নিয়ম অনুযায়ী প্রতি মাসে ১৭০০ টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া ২০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয় ৷ পাশাপাশি দু’জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয় ৷ আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ ৫ হাজার ৫০০ থেকে বাড়িয়ে করা হয় ১২ হাজার টাকা ৷
এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ আগে এই পরিষেবাগুলি বিনামূল্যে পেত পড়ুয়ারা ৷ পড়ুয়াদের আন্দোলনের জেরে কিছুটা হলেও পিছু হটে JNU কর্তৃপক্ষ ৷ জানানো হয়, ফি বাড়ানোর যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছিল তা পুরোপুরি কার্যকর করা হচ্ছে না ৷ বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কমিটির তরফে ঘোষণা করা হয়, বর্ধিত ফি আংশিক কমানো হবে ৷ সাহায্য করা হবে অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রদেরও ৷
Be the first to comment