জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেলে হামলার ঘটনায় 9 সন্দেহভাজনের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ । এদের মধ্যে অধিকাংশই বাম ছাত্র সংগঠনের সদস্য । তবে ৫ জানুয়ারি রবিবার সন্ধেবেলা মুখোশ পরে ছাত্র ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপর হামলা চালানোর ঘটনার এখনও পর্যন্ত পর্যাপ্ত তথ্য দিতে পারল না পুলিশ ।
ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার (৫ জানুয়ারি) সন্ধের ঘটনার আগে ক্যাম্পাসের মধ্যে যে বিক্ষোভগুলি হয় সেই ঘটনাগুলির সূত্র ধরে পুলিশ কয়েকজনের নাম প্রকাশ করে। এদের মধ্যে চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ওয়াসকর বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল রয়েছেন। উল্লেখ্য, ঐশী ঘোষ হলেন JNU- র ছাত্র সংগঠনের সভানেত্রী। অন্যদিকে, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পাটেল ABVP-র সদস্য।
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল, শুক্রবার ও শনিবারের (৩ ও ৪ জানুয়ারি) একাধিক বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্র -ছাত্রীরা। হস্টেলে হামলা চালানো হয়। অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ করতে বাম সংগঠনের সদস্যরাই সার্ভার রুমে হামলা চালিয়েছিল। এই সমস্ত ঘটনায় রবিরার সন্ধ্যায় মাত্র চার মিনিটের ব্যবধানে ঐশী ঘোষ ও অন্য ছাত্রদের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়।
পুলিশ স্বীকার করেছে যে, পর্যাপ্ত CCTV ফুটেজ, ভিডিয়ো রেকর্ডিং ও প্রত্যক্ষদর্শী না থাকায় রবিবারের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে ।
Be the first to comment