এসএসসি ভবনের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক ‘ শ্লোগান চাকরিহারাদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। আর জি করের পুনরাবৃত্তি হলো। শুক্রবার এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশন মঞ্চে গিয়ে ‘গো-ব্যাক’ শ্লোগান শুনলেন।
পরিস্থিতি উত্তপ্ত হতেই তড়িঘড়ি এলাকা ছাড়েন তিনি।

অভিজিতের ‘গো ব্যাক’ শ্লোগানের মুখে পড়াকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘শুনলাম চাকরিহারাদের অনশনমঞ্চে গিয়ে অভিজিতকে গো ব্যাক শুনতে হল। এটা তো হওয়ারই ছিল! উনি তো গর্বের সঙ্গে বলেছিলেন, আমি এঁদের চাকরি খেয়েছি। কত বড় পৈশাচিক উল্লাস! তার পর তিনি ওখানে গিয়েছেন, চাকরিহারারা ওঁকে তাড়িয়ে দেবে না তো কী করবে? এই দ্বিচারিতার রাজনীতি যাঁরা করেন, তাঁদের মুখোশ খুলে দিন।”

ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বৃষ্টির মধ্যে রাতভর রাস্তায় শুয়েই কাটিয়েছেন তাঁরা। আজও সেখানেই বসে রয়েছেন চাকরিহারারা। গতকাল রাতে তাঁদের সঙ্গে দেখা করতে যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অবিলম্বে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অবস্থানের পাশে রয়েছেন তিনি। যদিও অনশনকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন না বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও তিনি সেখানে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*