প্রয়াত হলেন চাঁদের বুকে পা রাখা আমেরিকান মহাকাশচারী জন ইয়ং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। ইয়ংয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করল নাসা। হিউস্টনে নাসার স্পেস সেন্টারের কাছাকাছিই থাকতেন ইয়ং। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তা থেকে বিভিন্ন জটিলতা তৈরি হয়। অবশেষে শনিবার মৃত্যু হয় এই বর্ষীয়ান মহাকাশচারীর।
৩২ বছর বয়সে ইয়ং মহাকাশচারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। নিল আর্মস্ট্রং এবং জিম লভেলের পাশাপাশি তিনিও মহাকাশচারী হিসেবে নাসার দ্বিতীয় গ্রুপ ‘নিউ নাইন’ এ যুক্ত হন। জন ইয়ং মহাকাশাভিযানের বিভিন্ন ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন। তিনিই একমাত্র মহাকাশচারী যিনি জেমিনি, অ্যাপোলো এবং অন্যান্য স্পেস শাটল প্রোগামের সদস্য হয়ে মহাকাশে যান। তিনি প্রথম ব্যক্তি যিনি ৬ বার মহাকাশে গিয়েছেন। চাঁদের চারধারে তিনি প্রায় ৩৪ দিন, ১৯ ঘন্টা এবং ৩৯ মিনিটে প্রদক্ষিণ করেছেন, যার মধ্যে চাঁদের পৃষ্টে অবতরণ করে ২০ ঘণ্টা এবং ১৪ মিনিট ভ্রমণ করেছেন।
Be the first to comment