রোজদিন ডেস্ক :- ২০২৪এর জয়েন্টে এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হলো আজ। প্রায় ৩৮ দিনের মাথায় ফল প্রকাশ হলো। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২:৩০ নাগাদ কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল ঘোষণা করা হয়। আজ বিকেল ৪ টের পর থেকে পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এ ফলাফল দেখতে পাবেন।www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্স এর স্কোর কার্ড বা র্যাঙ্ককার্ড ডাউনলোড করা যাবে।
বৃহস্পতিবার বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন ১ লাখ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ব়্যাঙ্ক পাওয়া ছাত্রের সংখ্যা ৭৯ হাজার ২৫ জন। আর ছাত্রীদের মধ্যে ব়্যাঙ্ক পেয়েছেন ৩৪ হাজার ৪৬৭ জন। বাংলা থেকে ব়্যাঙ্ক পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৩৭৯ জন । পাশের হার ৯৯.৫৩ শতাংশ।
এই প্রবেশিকায় জেলার স্কুলগুলির দাপট দেখা গিয়েছে। মেধাতালিকায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৪ জন, সিবিএসই বোর্ডের ৪ জন এবং আইসিএসই-র ২ জন পড়ুয়া জায়গা পেয়েছেন।
সেরার শিরোপা ছিনিয়ে নিলেন বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। তিনি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। দ্বিতীয় স্থান রয়েছেন শুভ্রদীপ পাল। রাজ্য বোর্ডের অন্তর্গত কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুল থেকে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন তিনি।
রাজ্য জয়েন্টের মেধা তালিকায় কলকাতার মধ্যে প্রথম হয়েছেন ময়ূখ চৌধুরী। বালিগঞ্জের সাউথ পয়েন্টের এই কৃতী পড়ুয়া মেরিট লিস্টে রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়া কলকাতা থেকে রয়েছেন আরও ৩ জন। তাঁরা হলেন, অর্থব সিংহানিয়া, সৌনক কর ও বিজিত মইশ। তাঁদের ব়্যাঙ্ক যথাক্রমে অষ্টম, নবম ও দশম।
এছাড়া রাজ্য জয়েন্টে তৃতীয় স্থান পেয়েছেন বিবস্বন বিশ্বাস। কৃষ্ণনগরের বিশপ মোড়ো স্কুলের পড়ুয়া ছিলেন তিনি। চতুর্থ স্থানে রয়েছেন দার্জিলিং পাবলিক স্কুলের কৃতী পড়ুয়া ইরাদ্রি বসু কুণ্ডু। আর হুগলির ঋতম বসু ও আলিপুরদুয়ারের অভীক দাস রয়েছেন ষষ্ঠ ও সপ্তম স্থানে। এবারের মেধা তালিকায় জায়গা পায়নি কোনও ছাত্রী।
প্রসঙ্গত, এদিন রেজাল্ট আউটের পর সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে (আগে নাম ছিল টুইটার) এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সফল পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
NEET পরীক্ষার ফলাফল, যা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করে, মঙ্গলবার NTA প্রকাশ করেছে। NEET প্রার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-এ গিয়ে তাদের স্কোর কার্ড চেক করতে পারেন। ফলাফল পরীক্ষা করতে প্রার্থীদের তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে। এটি দিয়ে আপনার স্কোর কার্ড ওয়েবসাইটে দৃশ্যমান হবে।
এই পরীক্ষার চূড়ান্ত উত্তর কী ৩ জুন, ২০২৪ এ প্রকাশিত হয়েছিল। NEET UG প্রবেশিকা পরীক্ষা ৫ মে, ২০২৪ এ অনুষ্ঠিত হয়েছিল। অস্থায়ী উত্তর কী ২৯ মে প্রকাশিত হয়েছিল এবং আপত্তি উইন্ডোটি ১ জুন,২০২৪-এ ক্লোজ করা হয়েছিল।
NTA যোগ্যতা/যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য নিয়মের পাশাপাশি NMC/DGHS/MCC/DCI এবং আয়ুষ/NCISM/NCH/AACCC মন্ত্রকের প্রাসঙ্গিক নিয়ম/নির্দেশিকা অনুযায়ী মেধা তালিকা/অল ইন্ডিয়া র্যাঙ্ক (এআইআর) প্রস্তুত করবে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET (UG) – ২০২৪ ভারতের বাইরে ১৪টি শহর সহ সারা দেশে ৫৫৭ টি শহরে অবস্থিত বিভিন্ন কেন্দ্রে ২৪ লক্ষেরও বেশি প্রার্থীদের জন্য পরিচালিত হয়েছিল।
কীভাবে NEET স্কোরকার্ড চেক করবেন?
ধাপ ১: প্রথমে NTA NEET-এর অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in-এ যান।
ধাপ ২: এখন হোম পেজে উপলব্ধ exams.nta.ac.in/NEET লিঙ্কে NEET 2023 ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৩: এখন এখানে লগইন বিশদ লিখুন এবং সাবমিটে ক্লিক করুন।
ধাপ ৪: এখন আপনার স্কোরকার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৫: স্কোরকার্ড এবং ডাউনলোড পৃষ্ঠাটি দেখুন, এতে আপনার ফটো এবং বার কোড পরীক্ষা করুন।
Be the first to comment