প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ২৪ দিনের মাথায় এবারের ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ৮০,৯৮৯ জন ৷ র্যাঙ্ক পেয়েছেন ৮০,৫৮০ জন পরীক্ষার্থী।
প্রথম দশে জায়গা পেয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের তিন ছাত্র। প্রথম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র সোহম মিস্ত্রি ৷ দ্বিতীয় কলকাতা সাউথ পয়েন্ট হাইস্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায় ও তৃতীয় হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের কৌস্তভ সেন।
জানা গেছে ২৪ জুন থেকে তিন রাউন্ডে হবে কাউন্সেলিং। ২০ জুলাইয়ের মধ্যে কাউন্সেলিং শেষ করতে চায় বোর্ড। আগামী বছর জয়েন্টের সম্ভাব্য দিন ১৯ এপ্রিল।
Be the first to comment