রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সকাল ১১টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। এবছরের পরীক্ষার্থী সংখ্যা ৮৮ হাজার ৮০০ জন। গতবছরের নিয়েম মেনে এ বছরও পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করার পরই পরীক্ষার প্রশ্নপত্র বের করতে হয়েছে। জানা গিয়েছে মোট ২১৬ টি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ অসমে ১টি ও ত্রিপুরায় ২টি সেন্টার করা হয়েছে।
সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার পেপারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটিতে অঙ্ক, পদর্থবিজ্ঞান এবং অন্যটিতে রয়েছে রসায়ন। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে অঙ্ক ও পদার্থ বিজ্ঞান। দুপুর দুটো থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে রসায়ন পেপারের পরীক্ষা। অঙ্কের জন্য থাকছে ১০০ নম্বর। যার মধ্যে থাকছে ৭৫ টি প্রশ্ন।
গতবছরের তুলনায় এবছর ২২,১৭৫ টি সিট খালি যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে মোট ৩২,৭০০ টি আসন রয়েছে।
Be the first to comment