চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য দুটি স্পেশ্যাল ট্রেন চালু করলো ইস্টার্ন রেল। বুধবার রেলের তরফে সেই কথাই জানানো হয়েছে। জানা গিয়েছে, কলকাতা থেকে পাটনা অবধি চলবে একজোড়া বিশেষ ট্রেন।
প্রসঙ্গত, ০৩১৬৭ কলকাতা-পাটনা স্পেশ্যাল রবিবার (২২ এপ্রিল) রাত ১১.৫৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং সোমবার সকাল ১০.১৫ মিনিটে ট্রেনটি পাটনা স্টেশনে পৌঁছবে।
পাশাপাশি, ০৩১৬৮ পাটনা-কলকাতা স্পেশ্যাল সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ পাটনা স্টেশন থেকে ছাড়বে এবং ওইদিনই রাত ১০.৩০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে।
জানা গিয়েছে, ট্রেনটি শীততাপ নিয়ন্ত্রিত হবে এবং ট্রেনটিতে স্লিপার এবং জেনারেল সেকেন্ড ক্লাসেরও সুব্যবস্থা থাকবে।
Be the first to comment