উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই এ বছরের জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে। এমনই ঘোষণা জয়েন্ট বোর্ডের। চলতি বছরের ২৭ মার্চ শেষ হবে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বোর্ড জানিয়েছে, এপ্রিলে জয়েন্টের ফল প্রকাশ করা হবে।
কবে বেরোবে এ বছরের জয়েন্ট পরীক্ষার ফল। তা ঘিরে নানা প্রশ্ন ছিল পরীক্ষার্থীদের। অনেকেই মনে করছিলেন যে উচ্চ মাধ্যমিকের আগেই ফলাফল প্রকাশ করা হবে। তবে, আপাতত সেই জল্পনার ইতি। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান মাধ্যমিক পরীক্ষার শেষে এপ্রিলে ২০২০ সালের জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশিত হবে। বোর্ডের ওয়েবসাইটেই ফল প্রকাশের দিনক্ষণ জানতে পারবেন পরীক্ষার্থীরা। জয়েন্ট বোর্ডের ওয়েবসাইট-টি হল wbjeeb.nic.in
রাজ্য সরকারের নির্দেশ অনুশারে এই প্রথম উচ্চ মাধ্যমিকের আগেই জয়েন্ট পরীক্ষা হয়েছে। প্রায় ১.১ লক্ষ পরীক্ষার্থী এবার ইঞ্জিনিয়ারিং-এ জয়েন্ট দিয়েছেন। রাজ্যজুড়ে গত ২-রা ফেব্রুয়ারি দু’টি পর্বে সেই পরীক্ষা হয়েছিল।
Be the first to comment