শুক্রবার প্রকাশিত হল রাজ্যের জয়েন্টের ফলাফল। আর সেখানেই দেখা গেল, যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, এমন পড়ুয়াদের ৯৯ শতাংশ র্যাঙ্ক পেয়েছেন। এবছর আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮,৮০০ জন। এর মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৭৩,১১৯ জন। মানে সব মিলিয়ে হিসেব করলে দাঁড়ায় আবেদনকারীদের মধ্যে ৮৩ শতাংশই এবার পরীক্ষায় বসেছিলেন। যে সংখ্যাটা অনেকটাই মনে করা যেতে পারে। আর এদের মধ্যে ৯৯ শতাংশ পড়ুয়াই র্যাঙ্ক পেয়েছেন।
অঙ্কের হিসাবে এবারের জয়েন্ট পরীক্ষায় র্যাঙ্ক পেয়েছে ৭২,২৯৮ জন পড়ুয়া। ফলে বেশিরভাগ পরীক্ষার্থী সফল হয়েছেন বলে ধরে নেওয়া যেতে পারে। এঁদের মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে ৫৫,১৫৪ জন আর ছাত্রীর সংখ্যা রয়েছে ১৭,১৪৪ জন। উল্লেখযোগ্য ভাবে, এবারের পরীক্ষা হয়েছিল কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হওয়ার আগেই, গত ২ ফেব্রুয়ারি। মোটামুটি ছ’মাসের মাথায় এবারের জয়েন্টের ফল প্রকাশিত হল।
এবারের ফলাফলে দেখা গিয়েছে, রাজ্যের পরীক্ষার্থীর মধ্যে ৫১,২৩৫ জন র্যাঙ্ক পেয়েছেন, বাইরের রাজ্যের ২১,০৬৩ জন র্যাঙ্ক পেয়েছেন। এবার যদি বোর্ড ভিত্তিক ফলাফলে একবার নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে, এবারে জয়েন্ট পরীক্ষায় রাজ্যের উচ্চমাধ্যমিক বোর্ডের ৩৬,৪৮৫ জন পড়ুয়া সফল হয়েছেন। এছাড়া সিবিএসই বোর্ডের ২২,২৭০ জন পড়ুয়া এবারে জয়েন্টের পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। সাফল্য অর্জন করেছেন আইএসই বোর্ডের ২২২৬ জন পড়ুয়া ও অন্যান্য বোর্ডের ১১,৩১৭ জন পড়ুয়া। সব মিলিয়ে সাফল্যের হার অনেকটাই উপরের দিকে।
Be the first to comment