সামনেই বড়দিন। তারপরই নতুন বছর। বড়দিন উদযাপনের সঙ্গে সঙ্গে জনপ্সাধারণকে বড় উপহার দিতে চলেছে মেট্রো রেল। যা নিয়ে নান মহলে শুরু হয়েছে গুঞ্জন। যদিও রেল বোর্ডের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে জানান যাচ্ছে, আগামী ৩০ ডিসেম্বর কি উদ্বোধন হয়ে যাবে জোকা-তারাতলা মেট্রো।এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইতিমধ্যেই যাত্রী পরিষেবা শুরু করার অনুমতি মিলেছে। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটতে পারে মেট্রো। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তিন সপ্তাহ আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা মেট্রো পথ চালুর অনুমোদন দেন।
রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের একটি অংশের কাজ তড়িঘড়ি সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে অবশ্য নতুন রেক যাত্রী পরিষেবার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও সুবিশাল কারশেড সম্পূর্ণ হতে এখনও অনেক সময় লাগবে। আপাতত জোকা থেকে তারাতলার মধ্যে ছ’টি স্টেশন নিয়ে পরিষেবা শুরু করতেই মহড়া চলছে সপ্তাহের বেশ কয়েকটা দিন। এই ছ’টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা , বেহালা বাজার এবং তারাতলা।
গত সেপ্টেম্বর মাসে এই পথে মেট্রোর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ হয়েছে। তারপরেও গত আড়াই মাস ধরে চলছে একাধিক পরীক্ষা-নিরীক্ষা। প্রতিদিন সকালে ট্রেন চালানোর আগেও রেকের বিভিন্ন যন্ত্রাংশ এবং লাইন পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন ট্রেনের গতি স্বাভাবিক রেখেই মহড়া দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
Be the first to comment