জয়পুর: রাজস্থানের সাওয়াই মাধোপুরের ডুবি এলাকায় শনিবার একটি সেতু থেকে ৪০ সিটের তীর্থযাত্রী বাস নদীতে পড়ে যায়। কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। বাসটি সাওয়াই মাধোপুর থেকে লালসোট পর্যন্ত যাত্রীদের নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। সরু ব্রিজের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তারপর বাসটি সেতুর প্রাচীর ভেঙ্গে বানাস নদীর মধ্যে পড়ে যায়।
৩০টি লাশ উদ্ধার করা হয়েছে এবং জেলা হাসপাতালে সনাক্তকরণের জন্য মৃতদেহ রাখা হয়েছে। দুর্ঘটনায় আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের জন্য সবরকম বেসরকারি চিকিৎসার সুবিধা দেওয়া হয়েছে। যাত্রীরা অধিকাংশই মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের অধিবাসী ছিলেন এবং ললসোটের রামদেব মন্দির দর্শণের জন্য যাচ্ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা কালেক্টর কৈলাশ চাঁদ বর্মা এবং পুলিশের সুপারিনটেনডেন্ট মমান সিং পরিস্থিতির উপর নজর রাখেন।
Be the first to comment