
রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহ দু’য়েক আগের ঘটনা। ঠাকুরপুকুর বাজারে পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হন এক পথচারী।এবার রাতের শহরে জয়রাইডের বলি হল এক নাবালক।
জখম হয়েছে তার সঙ্গে থাকা আরও পাঁচজন। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ গার্ডেনরিচ ফ্লাইওভারের মাঝামাঝি অংশে এই ঘটনা ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম শুভম দাস (১৬)। দুর্ঘটনার কবলে পড়া সেডান গাড়িটি চালাচ্ছিল রোহিত আগরওয়াল। শুভম বসেছিল তার পাশের আসনে। গাড়ির পিছনের সিটে ছিল আরও চার যাত্রী— রিও সরকার, জয় দাস, সায়ন দাস এবং সূর্য প্রধান। প্রত্যেকের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে। ঘটনাস্থলেই শুভমের মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। চালক রোহিত সহ পাঁচ জখম কিশোরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই পুলিস রোহিতকে গ্রেপ্তার করে। বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।
Be the first to comment