আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলাকেই পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যে রাজ্যের সংগঠনে কিছু রদবদল করেছে বিজেপি। সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই আগামী সপ্তাহে দু-দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার জানিয়েছিলেন, সাংগঠনিক কাজে ৬ এবং ৭ নভেম্বর রাজ্য আসবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বর্ধমান এবং মেদিনীপুরে যথাক্রমে রাঢ়বঙ্গ এবং মোদিনীপুর জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়, নাড্ডার ঘোষিত সফর বাতিল। আসবেন অমিত শাহ। বৈঠকের তালিকায় জুড়ে দেওয়া হয় কলকাতা এবং নবদ্বীপ জোনও।
রাজ্য বিজেপি সূত্রে খবর, দু-দিনের সফরে ৫ নভেম্বর রাজ্যে আসবেন অমিত শাহ। ওই দিন মেদিনীপুর ও রাঢ়বঙ্গ জোনের বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। পরদিন ৬ নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।
সাংগঠনিক প্রস্তুতি দেখতে পুজোর আগেই উত্তরবঙ্গে আসার কথা ছিল অমিত শাহের। তখন ঠিক ছিল, পুজোর পরে রাজ্যে আসবেন জেপি নাড্ডা। কিন্তু, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় পুজোর আগে অমিত শাহ আসতে পারেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। ১৯ অক্টোবর শিলিগুড়িতে উত্তরবঙ্গ জোনের নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেন।
Be the first to comment