যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা। বুধবার দুপুর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থানে বসেছে ফেটসু ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পরিষদের বৈঠকেই কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।
২০২০-র পর যাদবপুরের ছাত্র সংসদের নির্বাচন হয়নি। স্মারকলিপিতে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ফেটসু জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে বার বার বলা সত্ত্বেও তা বাস্তবায়িত হয়নি। ২৪ ডিসেম্বর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে নিজেদের দাবির কথাও জানিয়েছেন তাঁরা। বস্তুত, ওই দিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সে সময় রাজ্যপালের সামনেই পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। বুধবার আবারও একই দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।
এসএফআইয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির সভাপতি শুভঙ্কর মজুমদারের দাবি, ‘‘২০১১ সাল পর্যন্ত যাদবপুরে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন হত। অতিমারির পর ক্যাম্পাস খোলার বছরখানেক পরেও যাদবপুরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।’’ তাঁর দাবি, যত দ্রুত সম্ভব ছাত্র সংসদের নির্বাচনের নির্দেশিকা জারির জন্য রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে।
Be the first to comment