ফের কলকাতায় অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ উঠলো। বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করা ওই অভিনেত্রীর বাবার গায়েও হাত তোলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কসবার বাইপাস লাগোয়া এলাকার একটি পেট্রোল পাম্পের কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। পরে ওই পেট্রোল পাম্পের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অভিনেত্রীর নাম জুহি সেনগুপ্ত। তিনি পেশায় মডেল এবং অভিনেত্রী। শুটিংয়ের কাজে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন জুহি। দিন কয়েক হলো দেশে ফিরেছেন। রবিবার সকালে বাবা-মা, বোনকে নিয়ে বেরিয়েছিলেন বেড়াতে। সকাল সাড়ে ৯টা নাগাদ কসবার ওই পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার জন্য ঢুকেছিলেন। জুহিসহ তাঁর পরিবার সেখানে হেনস্থার শিকার হন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি ফেসবুক লাইভ করেন জুহি। সেখানে নিজের ক্ষোভ উগরে দেন। বলেন, বিবেক কুমার যাদব নামে পেট্রোল পাম্পের এক কর্মীকে দেড় হাজার টাকার তেল দিতে বলেছিলেন তিনি। অথচ বিবেক তিন হাজার টাকার তেল দিয়ে দেন। বিষয়টি নিয়ে অভিনেত্রী মৃদু প্রতিবাদ করেন।
অভিযোগ, এতেই চটে যান পেট্রোল পাম্পের ওই কর্মী। চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। তখনই অন্য এক কর্মী এসে গাড়ির চাবি খুলে নিয়ে যান। তার প্রতিবাদ করলে অভিনেত্রীর বাবা প্রবীর সেনগুপ্তর গায়েও হাত তোলা হয়।
অভিনেত্রী জানান, সেই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছিলাম না ওরা পেট্রোল পাম্পের কর্মী নাকি কোনও রাস্তার গুন্ডা। শারীরিক এবং মানসিকভাবে রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছে। বাবাকে তো মারধর করছিলোই, আমরা ছাড়াতে গেলে বোন এবং আমাকেও ধাক্কা দেওয়া হয়। আমাদের দু’জনেরই হাতে কেটে গেছে। তখন আমরা পুলিশ হেল্পলাইন নম্বর ১০০ ডায়াল করি। মিনিট পনেরোর মধ্যে ঘটনাস্থানে আসে কসবা থানার পুলিশ। পরে ফের পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানায় সেনগুপ্ত পরিবার। তারা আবার ওই এলাকারই বাসিন্দা।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মহেশ যাদব নামে এক পেট্রোল পাম্প কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জুহি। সেই অভিযোগের ভিত্তিতে বিবেককেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। চাওয়া হয়েছে ওই পেট্রোল পাম্পের CCTV ফুটেজ। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তেমন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন!
Be the first to comment