ফের কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জঙ্গলমহলে

Spread the love
ফের কার্তুজ উদ্ধারে চাঞ্চল্য জঙ্গলমহলে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে শালবনি থানার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর জঙ্গলে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় প্রায় দুশোটি কার্তুজ।
পুলিশ জানিয়েছে, কদমশোল গ্রামের পিছনের দিকের জঙ্গল থেকে কার্তুজগুলি উদ্ধার করা হয়। জঙ্গলের ভেতর মাটির নীচে একটি স্টিলের টিফিন বক্সের ভেতরে প্লাসটিকে মুড়ে রাখা ছিল কার্তুজগুলি।  এই ঘটনায় সকাল সকালই উত্তেজনা ছড়িয়ে পড়ে জঙ্গলমহলে।  নতুন করে অশান্তি তৈরির জন্যই অস্ত্র জমা করা হচ্ছে কি না উঠছে সেই প্রশ্নও।  কি কারণে এত কার্তুজ জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশসুপার।
এ দিকে তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভোটে ফল ভাল হওয়ায় বিজেপি এখন উল্লসিত। সন্ত্রাস সৃষ্টি করে এলাকা দখলের জন্য এখন আরও বেশি করে চেষ্টা করছে তাঁরা। তাই অস্ত্র জমা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে গুলি-বোমা মজুত করেছিল তৃণমূল। উদ্ধার হওয়া কার্তুজ তারই অংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*