দু’দিনের জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন DM, SP, BDO, SDOসহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে দফায় দফায় এলাকা পরিদর্শন করছেন আধিকারিকরা।
উত্তরবঙ্গ সফরের পর দক্ষিণবঙ্গের দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই দক্ষিণবঙ্গ সফর ঘিরে এখন রাজনৈতিক এবং প্রশাসনিক প্রস্তুতি চরমে। দু’দিনের সফরে জঙ্গলমহলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ অক্টোবর তিনি সফর করবেন পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুরের জেলার খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামে করবেন প্রশাসনিক বৈঠক। সমস্ত BDO, SDO, SP ও পঞ্চায়েত আধিকারিককের সঙ্গে কাজের খতিয়ান নেবেন। দেবেন নতুন প্রকল্পের নির্দেশনামা। এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ঘিরে এখন পশ্চিম মেদিনীপুরজুড়ে সাজসাজ রব।
লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রীর এই প্রথম সফর হবে মেদিনীপুরে। এরপর রাতেই ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি। ঝাড়গ্রাম রাজবাড়িতে রাতে থাকবেন। ৭ অক্টোবর জঙ্গলমহল ঝাড়গ্রামে মিটিং সারবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি প্রশাসনিক বৈঠক থেকে ঝাড়গ্রাম সার্কিট হাউসের উদ্বোধন করবেন। রাজবাড়িতে চলছে তার প্রস্তুতি।
আজ তৃণমূলের জেলা সভাপতি তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি এলাকা পরিদর্শনে এসে বলেন, ” যেহেতু কোরোনা সংক্রমণ জেলায় বেড়েই চলেছে তাই এই প্রশাসনিক মিটিংয়ে আমাদের প্রস্তুতি আরও ভালো করে দেখে নিতে হচ্ছে । কারণ কোরোনা সংক্রমণের জন্য সোশাল ডিসটেন্স বজায় রাখা জরুরি। আর সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে কঠোরভাবে । যাতে সমস্ত আধিকারিক সহকর্মীরা অতি সহজে বসতে পারেন । এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজের পর্যালোচনা করবেন । নতুন কাজের সূচনা করবেন, সেক্ষেত্রেও সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে ।”
Be the first to comment