অমৃতা ঘোষ:-
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার পরিস্থিতি এখনো উত্তপ্ত হয়ে আছে। জুনিয়র চিকিৎসকরা এখনো কর্ম বিরতিতে রয়েছেন। তাদের দাবি অনুযায়ী তাদের সহকর্মী নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচার চাই। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে। চলতে থাকবে বিচার পাওয়ার লড়াই । এবং জুনিয়র চিকিৎসকরাও কোনরকম কর্তব্যে এগোবেন না। ইতিমধ্যে এই কারণেই চালু করা হচ্ছে টেলি মেডিসিন পরিষেবা। যাতে সাধারণ মানুষের চিকিৎসা পেতে কোনরকম বিলম্ব না হয়।
প্রসঙ্গত আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে কোনরকম নেতা-নেত্রীদের প্রবেশ করতে দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা। এই কারণেই আজ আর জি কর হাসপাতালে প্রবেশের মুখে বাধা প্রাপ্ত হন অধীর রঞ্জন চৌধুরী।
ভিতের ঢোকায় আপত্তি জানালেন জুনিয়র চিকিৎসকেরা। রাজনীতিকদের এখন ভিতরে যাওয়ার অনুমতি নেই। আপত্তি জানান গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও। অবশেষে ফিরতে হল অধীরকে।
Be the first to comment