চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ সুর নেমে গেল জুনিয়র ডাক্তারদের। জানিয়ে দিলেন, যে কোনও সময় যে কোনও স্থানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি তাঁরা। এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চাইলেন আন্দোলনকারীরা। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। তাঁরা নবান্নে মেল পাঠিয়ে জানিয়েছেন যে বৈঠকে রাজি। তবে এবার লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ এড়িয়ে আন্দোলনকারীদের নেতা অনিকেত মাহাতো বার বার জোর দিলেন স্বচ্ছতার উপর। বললেন, ৫ দফা দাবি থেকে সরছি না।
জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, “আমাদের দাবি পূরণ হলে যে কোনও মুহূর্তে জট কাটতে পারে। পাঁচদফা দাবিতে বৈঠক হবে। এবং স্বচ্ছতা রেখেই সেই বৈঠক হবে। এটা নিশ্চিত হলে আমাদের বৈঠকে যোগ দিতে কোনও আপত্তি নেই। মুখ্যমন্ত্রী যদি এখনই আমাদের ডেকে পাঠান আমরা এখনই বৈঠকে যোগ দিতে রাজি।”
জুনিয়র ডাক্তাররা আরও জানান, প্রথম থেকেই পাঁচদফা দাবিতে তাঁরা বৈঠক চাইছেন। এটা জেনেই মুখ্যমন্ত্রী ধর্নার ৩৫ দিনের মাথায় তাঁদের সঙ্গে দেখা করে সদর্থক বার্তা দিয়ে গেছেন। এতেই প্রমাণ হয় তাঁদের দাবি ন্যায়সঙ্গত। মুখ্যমন্ত্রী নিজে ধর্নাস্থলে আসাটাও একটা সদর্থক বার্তা বলেই মনে করছেন তাঁরা। তাই অচলাবস্থা কাটার ব্যাপারে তাঁরা আশাবাদী।
Be the first to comment