- চিরন্তন ব্যানার্জি:-
জুনিয়র ডাক্তারদের কাছে মেল এসেছে হেলথ সেক্রেটারি এর থেকে ,আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য ভবন অভিযান এর দিন । যে মেল করা হয়েছে হেলথ সেক্রেটারি এর পক্ষ থেকে । বলা হয়েছে 10 জনের কম টিম নবান্ন যেতে পারি আজ আলোচনার জন্য ।
আমরা কাল থেকে বলছি আমাদের পাঁচ দফা দাবি নিয়ে সরকার সদর্থক বার্তা দিক । এই মেলকে আমরা সদর্থক বার্তার কিছু দেখছি না। আমরা লালবাজারে সিপি এর পদত্যাগের দাবি জানিয়ে চিঠি তার হাতেই দিয়েছিলাম।
হেলথ সেক্রেটারি এর মেল থেকে আমাদের কাছে মেল আসা অসম্মানের । 10 জনের বেশি যেতে পারবো না এটা অপমানের ।
এই মেলার সাড়া দেওয়ার জায়গায় আমরা নেই । এর পরও কোনো সদর্থক বার্তা আসে সরকারের তরফে তাহলে সেক্ষেত্রে আমরা ভেবে দেখব কোনো আলোচনায় কোথাও যাওয়া যায় কিনা ।
আমরা এই বৈঠকের বার্তার জন্য কোনো মেল আসেনি নবান্ন থেকে অফিসিয়ালি। যদি আলোচনার ইচ্ছে থাকতো তাহলে অনেক নমনীয় ভাবে বা যেত। আলোচনার সব দিক খোলা আমাদের তরফে । অপমানজনক ভাবে এভাবে আমাদের ডাকা আন্দোলনের স্পিরিট কে আঘাত করে ।
শুধু স্যার নয় ম্যাডাম রাও আছে । পরের বার এটা মাথায় রেখে আমাদের বলা হোক। এই অপমানজনক মেল এ আমরা সাড়া দিতে পারছি না। প্রপার কোনো মেল বা বয়ান আসুক । কোনো 10 জন নয় প্রতি কলেজের প্রতিনিধি দল যাওয়া হলে আমরা যাবো।
Be the first to comment