৭ দিনের ভারত সফরে এসে সোমবার সপরিবারে গান্ধীনগরে হাজির হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ এদিন সবরমতী আশ্রমে যান তাঁরা৷ ভারতীয় পোশাকে সপরিবারেই এখানে এসে উপস্থিত হলেন তাঁরা৷ ট্রুডো এবং তাঁর ছেলে যেখানে লাল রংয়ের কুর্তা পরেছিলেন, সেখানে তাঁর স্ত্রী এবং কন্যা পরেছিলেন হলুদ রংয়ের কুর্তি৷
উল্লেখ্য এদিন আশ্রমে বৈষ্ণব ভজনও শোনেন তাঁরা৷ গান্ধীজির হৃদয় কুঞ্জ ঘরে চরকাও কাটেন তাঁরা৷ পরে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রুডো জিজ্ঞেস করেন- কেম ছো? অর্থাৎ, কেমন আছেন৷ সমগ্র আশ্রম পরিদর্শন করে আশ্রমের ভিজিটর বুকে এই স্থানের প্রশংসাও করেন৷ এখান থেকে ট্রুডো অক্ষরধামে স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছন৷ এরপরে আমেদাবাদে আইআইএমে ছাত্রদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধেবেলা মুম্বই রওনা হওয়ার কথা তাঁর৷
প্রসঙ্গত, এর আগে ট্রুডো রবিবার সপরিবারে তাজমহল দেখতে যান।
Be the first to comment