বরাহনগর জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শীতের হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। শনিবার, বেলা পৌনে ১টা নাগাদ আগুন লাগে বলে দাবি স্থানীয়দের। ৫০ হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে এই জুটমিল রযেছে। প্রধানত পাটের ব্যাগ তৈরি হয় সেখানে। কমপক্ষে ১০০জন শ্রমিক কাজ করেন ওই কারখানায়। তবে, এদিনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন শ্রমিকরা। আগুন নিয়ন্ত্রণে এলেও, পকেট ফায়ার আটকাতে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল? কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না? তা দেখতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী।
Be the first to comment