মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে কাটলো জ্যোতি বসু সেন্টার ফর স্টাডিজ এবং রিসার্চ-এর জমি জট ৷ জমি জটে আটকে ছিল জ্যোতি বসুর সংগ্রহশালা। জমির সমস্যা নিয়ে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন সিপিআইএম নেতারা ৷ এরপরই কেটে যায় সমস্যা ৷
জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী জমি জট কাটিয়ে শিলান্যাসের কাজ শুরুর নির্দেশ দেন ও আইনি জটিলতা কাটাতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সিপিআইএম নেতৃত্বকে পরামর্শ নিতে বলেন ৷ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, জমি জট না কাটলে নতুন জমি বরাদ্দ অর্থাৎ বিকল্প জমি বরাদ্দ করবে রাজ্য সরকার ৷ ৮ জুলাই জ্যোতি বসুর জন্মদিনেই হবে শিলান্যাস ৷
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন সিপিএমের তিন নেতা সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য এবং রবীন দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিপিআইএম -এর তরফে তিন নেতা অভিযোগ করেন, জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের পাঁচ একর নির্দিষ্ট জমির জন্য দাম দিয়েও তা হাতে পাওয়া যায়নি ৷ এদিন বেশ কিছুক্ষণ বৈঠক শেষে সুজন চক্রবর্তী জানান, জট কাটাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment