জন্মদিনেই শিলান্যাস জ্যোতি বসু মিউজিয়ামের; মুখ্যমন্ত্রীর নির্দেশেই কেটে গেলো জট

Veteran leader of the Communist Party of India (Marxist) (CPI-M) Jyoti Basu waves as he flags off a 'Jatha' (protest bus procession) in Kolkata, 04 September 2007, against a massive joint naval exercise which kicked off earlier in the day in the Bay of Bengal and involves warships from the US. A massive naval drill kicked off in the Indian Ocean with warships from the US and four other nations teaming up in one of the world's busiest shipping lanes. Twenty-seven ships and submarines from the United States, Australia, Japan and Singapore joined seven from India in the Bay of Bengal, at the northwestern entrance to the Malacca Strait, for the six-day exercises. The international exercises, codenamed Malabar, are facing resistance from anti-US communist allies of India's ruling Congress party, who denounced them as proof of "India's growing subservience to the United States." AFP PHOTO/Deshakalyan CHOWDHURY
Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে কাটলো জ্যোতি বসু সেন্টার ফর স্টাডিজ এবং রিসার্চ-এর জমি জট ৷ জমি জটে আটকে ছিল জ্যোতি বসুর সংগ্রহশালা। জমির সমস্যা নিয়ে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন সিপিআইএম নেতারা ৷ এরপরই কেটে যায় সমস্যা ৷

জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী জমি জট কাটিয়ে শিলান্যাসের কাজ শুরুর নির্দেশ দেন ও আইনি জটিলতা কাটাতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সিপিআইএম নেতৃত্বকে পরামর্শ নিতে বলেন ৷ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, জমি জট না কাটলে নতুন জমি বরাদ্দ অর্থাৎ বিকল্প জমি বরাদ্দ করবে রাজ্য সরকার ৷ ৮ জুলাই জ্যোতি বসুর জন্মদিনেই হবে শিলান্যাস ৷

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন সিপিএমের তিন নেতা সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য এবং রবীন দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিপিআইএম -এর তরফে তিন নেতা অভিযোগ করেন, জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের পাঁচ একর নির্দিষ্ট জমির জন্য দাম দিয়েও তা হাতে পাওয়া যায়নি ৷ এদিন বেশ কিছুক্ষণ বৈঠক শেষে সুজন চক্রবর্তী জানান, জট কাটাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*