দিলীপ ঘোষ ষাঁড় আর প্রধানমন্ত্রী মোদী কালিদাস, তীব্র কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের

Spread the love

নাগরিকত্ব বিলের বিরোধীতায় পথে নেমে ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ষাঁড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালিদাস বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত কয়েকদিন আগেই গোবরডাঙা নকপুলে কর্মতীর্থ নির্মাণ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল। ঘটনা ঘিরে সেদিন থেকেই শুরু হয় রাজনীতির কাঁদা ছোড়াছুঁড়ি। সেই ঘটনার প্রতিবাদে নকপুল এলাকায় প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ‘নো এনআরসি’ এবং ‘নো সিএএ’ মিছিল করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। শেষে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, নিজেদের গচ্ছিত টাকা ব্যাংকে রেখেও শান্তি পাবেন না সাধারণ মানুষ। পাশাপাশি এলআইসি বিলগ্নীকরন করা হয়েছে এয়ার ইন্ডিয়া দেশ ছেড়ে চলে যাচ্ছে। মোদী এখন কালিদাস হয়ে গিয়েছে বলেও তোপ দাগেই জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি জানান, মানুষকে নাগরিকত্ব বিল কি তা বোঝাতে বাড়ি বাড়ি যাওয়া হবে। শুধু তাই নয়, মোদী সরকার যে বাজেট পেশ করেছে তাতে কতটা ক্ষতি হবে একজন সাধারণ মানুষের তাও বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে বলে জানিয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছছে বিজেপির নেতা-কর্মীরা। কেন নাগরিকত্ব আইন প্রয়োজন তা তাঁরা বোঝাচ্ছেন। এবার পালটা পথে তৃণমূলও। বিজেপির পালটা নাগরিকত্ব আইনে কি বলা হয়েছে, তাতে কি হতে পারে সে বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

অন্যদিকে, সামনেই পুরনির্বাচন। রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে দল উন্নয়ন নিয়েই লড়াই করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি হিংসার খেলা খেলছে। কিন্তু আমরা তা করিনা। আমরা কোন মায়ের কোল খালি করতে চাইনা। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। পাশাপাশি দীলিপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন “দীলিপ একটা পাগল। ওর বিরূদ্ধে এফআইআর করা উচিত। দিলীপবাবু যে বলেছেন মেয়েটিকে মেরে ফেলাতাম নইলে অন্য কিছু করে দিতাম। কি করতো দীলিপ।

বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় আছে নইলে জেলে থাকতে হবে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ প্রতি পদক্ষেপে মানুষকে বাংলার বুদ্ধিজীবীদের অপমান করছেন বলেও তোপ দাগেন রাজ্যের খাদ্যমন্ত্রী। তাঁর মতে, এর শাস্তি ওনাকে পেতে হবে। একই সঙ্গে বিজেপি দলটাই একটা পাগলের দল এবং ষাড়ের সঙ্গেও তুলনা করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*