আবারও অর্জুন সিংয়ের কড়া সমালোচনায় খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এবার বারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে ৪৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ আনলেন জ্যোতিপ্রিয়। চেয়ারম্যান থাকাকালীন অর্জুন ৪৬ লক্ষ টাকা সরিয়েছিলেন বলে তোপ দেগেছেন তৃণমূলের এই নেতা।
জ্যোতিপ্রয়র কথায়, ‘অর্জুনকে নিয়ে ইচ্ছাকৃতভাবেই নানা মন্তব্য করা হচ্ছে। অর্জুনকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছেন কৈলাশ বিজয়বর্গীয়।’
বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে এবার লক্ষ-লক্ষ টাকা তছরুপের অভিযোগ আনলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। অর্জুন সিং চেয়ারম্যান থাকাকালীন ৪৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের।
শুক্রবারই অর্জুন সিং ও তাঁর পুত্রকে এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করে টুইট করেছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এমনকী এব্য়াপারে রাজ্য় সরকারকেও নিশানা করেছিলেন কৈলাশ৷ হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘এই ধরনের কোনও চেষ্টা হলে তার পরিণাম ভালো হবে না৷’
এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কৈলাশের সেই আশঙ্কাকে কটাক্ষ করে বলেন, ‘অর্জুনকে কেউ ছোঁবে না। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য তিনি এসব করছেন।’
জ্যোতিপ্রিয় মল্লিকআরও বলেন, ‘কৈলাশ বিজয়বর্গীয় তৃণমূলের এক বড় নেতাকে মন্ত্রী করতে অনেক দৌড়াদৌড়ি করেছিলেন। এখন অর্জুন সিংকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য নানাভাবে নানা কান্ড ঘটাচ্ছেন।’
জ্যোতিপ্রিয় মল্লিকের আরও দাবি, ‘ভাটপাড়ায় ফের ভোট হবে। সেই ভোটে অর্জুন সিং হারবেন। ২৩ জুলাই ভাটপাড়া চলো অভিযান করবে তৃণমূল। বিজেপি হল জোকারের দল। ওদের দিন শেষ।’
Be the first to comment