কালীপুজোর সন্ধ্যায় জেলে চললেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে ব্যাঙ্কশাল আদালতে তোলে ইডি। সেখানেই তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত হল রেশন দুর্নীতিতে ইডির হাতে ধৃত বালুর। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যা খবর, বালুকেও এবার সেখানেই রাখা হতে পারে। এদিন আদালত থেকে বেরোনোর সময় বালু বলেন, “ইডির হাত থেকে মুক্তি পেলাম। এখন জেলে যাচ্ছি।”
ইডি হেফাজতের পর এবার জেল হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার তাঁকে আদালতে তোলা হলে, জামিনের আবেদন জানাননি তিনি। মন্ত্রীর আইনজীবী জানান, তাঁর মক্কেলের এখন উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। শারীরিক অসুস্থতার কথা বলে সরকারি হাসপাতালে ভর্তি করানোর কথা বলেন বালুর আইনজীবী। এদিকে ইডি জানায়, তাঁরা জেলে গিয়ে জেরা করতে চায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে।
এদিন আদালতে ইডির তরফে জানানো হয়, অভিযুক্ত প্রভাবশালী। তাই তদন্তে কী কী পেয়েছে তা তারা প্রকাশ্য কোর্টরুমে জানালে তদন্ত ব্যহত হতে পারে। একইসঙ্গে ইডি আদালতে জানায়, প্রথম থেকেই বালুর বয়ানে অসঙ্গতি রয়েছে। তাই জেলে গিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা। সবপক্ষের সওয়াল জবাব শেষে বালুকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জ্যোতিপ্রিয়কে জেলে গিয়ে জেরায়ও অনুমতি আদালতের। প্রিজন ভ্যান নয়, পার্থর মতোই বালুর জন্যও এদিন পুলিশের এসইউভি গাড়ি আনা হয়। সেই গাড়িতেই দীপাবলির রাতে জেলের পথে রওনা হবেন বালু।
Be the first to comment