৩৭০ ধারা নিয়ে কেন্দ্রকে পূর্ণ সমর্থন করলেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Spread the love

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে খোদ কংগ্রেসের মধ্যেই দ্বিমতের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করে ট্যুইট করেছেন কংগ্রেসের প্রথম সারির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে ও কেন্দ্রের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি’, টুইটারে এমনটাই লিখেছেন সিন্ধিয়া। ভারতের মধ্যে লাদাখ ও জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তে কেন্দ্রকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সিন্ধিয়া।

পাশাপাশি তিনি জানিয়েছেন সঠিক সাংবিধানিক পদ্ধতি মেনে ৩৭০ ধারা লোপ পেলে ভাল হতো এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্নের অবকাশ থাকত না। তবুও এই সিদ্ধান্ত দেশের স্বার্থে নেওয়া হয়েছে ও এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই।

https://twitter.com/JM_Scindia/status/1158729410507182080

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*