সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় ছোটা রাজন-সহ ৯ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল মহারাষ্ট্রের বিশেষ আদালত ৷ সাংবাদিক খুনের সাত বছর পর সাজা পেলেন কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন সহ মোট ৯ ৷ অন্যদিকে, এই মামলায় সাংবাদিক জিগনা ভোরা এবং আরেক অভিযুক্ত পলসেন জোসেফকে মুক্তি দিয়েছে আদালত ৷ ২০১১ সালে ১১ জুন খুন হন সাংবাদিক জ্যোতির্ময় দে ৷
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুন মুম্বইয়ের পোওয়াইতে চার মোটরবাইক আরোহী দুষ্কৃতী মিড ডে-র সাংবাদিক জ্যোতির্ময় দে-কে তাঁর বাড়ির কাছেই খুব কাছ থেকেই গুলি করা হয়। গ্যাংস্টার ছোটা রাজনের নির্দেশেই এই খুন করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগে মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম আইন বা মোকায় মামলা রুজু করে মুম্বই পুলিশ।২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয় ছোটা রাজনকে। এরপর হাতে জ্যোতির্ময় দে খুনের মামলা সিবিআই-এর হাতে তুলে দেয় মুম্বই পুলিশ।
Be the first to comment