শাহের সভার পরেই বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার

Spread the love

অমিত শাহের ভার্চুয়াল সভার পরেই বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার। বিজেপির রাজ্য দপ্তরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।

২০০৪ সালে লোকসভা নির্বাচনে জিতে কৃষ্ণনগরের সাংসদ হয়েছিলেন তিনি। গত শনিবার জ্যোতির্ময়ী শিকদারের সল্টলেকের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, সোনাজয়ী প্রাক্তন অ্যাথলিটই দিলীপকে আমন্ত্রণ জানিয়েছিলেন চা খাওয়ার। দিলীপ ঘোষ পদ্মফুল উপহার দেন জ্যোতির্ময়ীকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপিতে তাঁর যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। তিনদিন পরই সমস্ত জল্পনায় জল ঢালেন প্রাক্তন অ্যাথলিট। যোগ দেন গেরুয়া শিবিরে।

এশিয়ান গেমসে এবং এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডাল পেয়েছিলেন তিনি। পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও। ১৯৯৫ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন জ্যোতির্ময়ী। ৫১ বছর বয়সি অ্যাথলিট নদিয়ার দেবগ্রামের বাসিন্দা হওয়ায় কৃষ্ণনগরে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। কিন্তু বহুদিন ধরেই তিনি সল্টলেকের বাসিন্দা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*