বাঁকুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের

Spread the love

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জেরে এবার বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসী সমাজের। খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আদিবাসীরা। কারামন্ত্রীর গ্রেফতারির দাবি তুলে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করলেন আদিবাসীরা। এই প্রসঙ্গে জোৎস্না মান্ডি জানিয়েছেন তিনি এবং তৃণমূল কংগ্রেস কোনভাবেই অখিল গিরির মন্তব্যকে সমর্থন করে না। আদিবাসীরা ইতিমধ্যেই খাতরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রসঙ্গত শনিবার সারাদিন অখিল গিরির মন্তব্যের জেরে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়ে রাজনৈতিক ময়দান গরম করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে, দল কোনওভাবেই কারামন্ত্রী অখিল গিরির কোন মন্তব্যকে সমর্থন করে না। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইটারে স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে অখিল গিরির করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে দল। নারী ক্ষমতায়নের যুগে এই ধরনের শব্দের ব্যবহার কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। ঘটনার পরেই অখিল গিরি নিজে তাঁর করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরেও বিতর্ক থামছে না। আজ রবিবারও জেলায় জেলায় এই ইস্যুকে হাতিয়ার করেই রাস্তায় নেমে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*