আগের থেকে এখন ভালো আছেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ ভর্তি হন শিল্পী। মঙ্গলবার তিনি খাবার খেয়েছেন, কথাও বলেছেন, হাসপাতাল সূত্রে খবর, সোমবারের তুলনায় সুস্থ আছেন শিল্পী।
জানা গিয়েছে, শ্বাসকষ্ট বাড়ায় ফেস মাস্ক দিয়ে ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল সোমবার, আজ তা কমেছে। এখন চার লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। কথা বলতে পারছেন শিল্পী। সোমবারই তাঁর Covid টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। সঙ্গীতশিল্পীকে দেখতে সোমবার SSKM-এও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত SSKM-র উডবার্ন ওয়ার্ডের তিনি ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই শিল্পী। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন সঙ্গীতশিল্পী। কবীর সুমন-এর অসুস্থতা প্রসঙ্গে চিকিৎসক সৌমিত্র ঘোষ সোমবার রাতেই জানান, ‘ওঁর গলায় একটা ইনফেকশন রয়েছে, সঙ্গে আরও কিছু সমস্যাও আছে। ওঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো, আশা করছি, কিছুদিনের মধ্যেই ওঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।’
Be the first to comment