দক্ষিণ টেক্সাসের পর এবার কাবুল। ক্রমাগত জঙ্গি হানায় জর্জরিত গোটা বিশ্ব। আফগানিস্তানের জনপ্রিয় বেসরকারী সংবাদমাধ্যম শামশাদ টিভির দফতরে ঘটে গেল বড়োসড়ো জঙ্গি হামলা। মৃত দফতরের ১ নিরাপত্তারক্ষী।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। এদিন দুপুরে সংবাদমাধ্যমের দফতরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ২ জন সশস্ত্র জঙ্গি। এলোপাথাড়ি গুলির সামনে পড়ে প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়োতে শুরু করেন দফতরের কর্মীরা। এ ছাড়াও, বেশ কয়েকটি বিস্ফোরণে অফিস চত্ত্বর কেঁপে ওঠে বলে খবর। দফতরের নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের বাধা দিতে গেলে জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় ১ নিরাপত্তারক্ষীর। ব্যস্ত সময়ে হামলার ঘটনা ঘটায় বহু কর্মীর হতাহতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই দুর্ঘটনা আবারও উস্কে দিল শার্লি এবেদার স্মৃতি। টিভি চ্যানেলে জঙ্গি হামলার ঘটনা আফগানিস্তানে এই প্রথম নয়, এর আগে সেদেশের সবচেয়ে বড়ো বেসরকারি টিভি চ্যানেলেও হামলা চালায় তালিবানরা।
Be the first to comment