বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে আলি আবাদ হাসপাতালের বাইরে অবস্থিত একটি মাজারের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গেছে, ফার্সি নববর্ষ নওরোজ উদযাপন করতে সাখি মাজারের কাছে কয়েক শতাধিক লোক জড়ো হয়েছিল। হামলাকারী পায়ে হেঁটে জমায়েত স্থলে আসে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে কোনো জঙ্গী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে অনেকে দাবি করেছেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলা চালাতে পারে।
Be the first to comment