আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও৷ সোমবার কাবুলের জাতীয় গোয়েন্দা দফতরের কাছে হামলাটি হয়৷ এদিন, হামলাকারী পায়ে হেঁটেই বিল্ডিং-এ প্রবেশের মুখে আত্মঘাতী হামলা চালায়। হামলার পর এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ঘটনার সময় তিনি সাইকেলে চড়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস৷ সাম্প্রতিক কালে আফগানিস্তানে এ ধরণের আত্মঘাতী হামলার ঘটনা আরও ঘটেছে।
Be the first to comment