৯/১১তে কাবুলে আমেরিকার দূতাবাসের সামনে বিস্ফোরণ

Spread the love

৯/১১-তে কাবুলে অ্যামেরিকার দূতাবাসের সামনে বিস্ফোরণ ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ কোনও জঙ্গি সংগঠন এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ উল্লেখ্য, বুধবার রাত ১২ টার কিছুক্ষণ পর কাবুলে অ্যামেরিকার দূতাবাসের সামনে জোরালো বিস্ফোরণ হয় ৷ ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক ৷ বেজে ওঠে সাইরেন ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, দূতাবাসের কর্মীরা লাউডস্পিকারে শুনতে পান, দূতাবাস চত্বরে রকেট বিস্ফোরণ হয়েছে ৷ বিস্ফোরণের ঘণ্টাখানেক পর দূতাবাসের আধিকারিকরা জানান, কেউ হতাহত হয়নি ৷ একই কথা জানিয়েছে NATO মিশনও ৷ যদিও আফগানিস্তানের তরফে সরকারিভাবে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

দীর্ঘদিন অ্যামেরিকান সেনা মোতায়েন রয়েছে আফগানিস্তানে ৷ তালিবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাস্তবায়িত করতে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের পথে হাঁটতে থাকে অ্যামেরিকা ৷ এরই মধ্যে বৃহস্পতিবার কাবুলে অ্যামেরিকা দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ প্রাণ হারান এক অ্যামেরিকান সেনা সহ ১২ জন। ঘটনার দায় স্বীকার করে তালিবান। সেই ঘটনার দু’দিন পরই অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তালিবানদের সঙ্গে গোপন বৈঠক বাতিল করেছেন তিনি ৷ টুইটে তিনি লেখেন, শান্তি প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ সময় ওরা (তালিবান) যদি সংঘর্ষবিরতি চুক্তিকে সমর্থন না করে, আর ১২ জন নির্দোষ মানুষকে খুন করে, তাহলে কোনও অর্থপূর্ণ চুক্তি নিয়ে তাদের আলোচনা করার সম্ভবত কোনও ইচ্ছা নেই ৷ আর সোমবার একধাপ এগিয়ে অ্যামেরিকান প্রেসিডেন্ট দাবি করেন, তালিবানদের উপর নিকেশ করতে অভিযানের সংখ্যা বাড়িয়েছে সেনা ৷

তারপরই অ্যামেরিকান দূতাবাসের সামনে ফের বিস্ফোরণ ঘটলো ৷ বিশেষত, ভয়াবহ ৯/১১ বিস্ফোরণের ঠিক ১৮ বছরের মাথায় এই বিস্ফোরণের ঘটনা অন্য বার্তা দিচ্ছে বলে মত ওয়াকিবহল মহলের ৷ ২০০১ সালে আজকের দিনেই বিমান ছিনতাই করে অ্যামেরিকায় হামলা চালিয়েছিল আল কায়দা ৷ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং অ্যামেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পশ্চিম অংশে আছড়ে পড়ে দুটি বিমান ৷ আরও একটি বিমান পেনসিলভেনিয়ার একটি মাঠে আছড়ে পড়েছিল ৷ হামলায় প্রায় ৩ হাজার জনের মৃত্যু হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*