কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন জঙ্গি হামলা, মৃত ১৯

Smokes rises after an explosion in Kabul, Afghanistan, Monday, July 1, 2019. A powerful bomb blast rocked the Afghan capital early Monday, rattling windows, sending smoke billowing from Kabul's downtown area and wounding dozens of people. (AP Photo/Rahmat Gul)
Spread the love

মারাত্মক জঙ্গি হামলার মুখে পড়লো কাবুল। এদিন কাবুল বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বইমেলা চলাকালীন ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা। সোমবার বিকেলে রক্তস্রোত বয়ে গেল বইমেলার মধ্যেই। ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। সরকারি হিসাব অনুসারে এখনও পর্যন্ত আহতের সংখ্যা ২২।

সংবাদসংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, হামলা চালিয়েছিল মোট তিনজন জঙ্গি। প্রথমে একজন এলাকায় ঢুকে পড়ে বড়সড় একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বাকি দু’‌জনকে খতম করেছেন নিরাপত্তাকর্মীরা। কাবুলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। যদিও এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তালিবানদের পক্ষ থেকে ঘটনার দায় নিতে অস্বীকার করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ কয়েকদিন ধরে কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানের বইমেলা চলছিল। সেখানেই এই হামলা চালানো হয়েছে। মেলার মধ্যে বন্দুকবাজ হঠাৎ গুলি চালাতে শুরু করায় অনেকেই কোনওমতে পাঁচিল টপকে প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়। পরে আফগান সেনা বিশ্ববিদ্যালয় ঘিরে ফেলে।

পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, শ্রেণিকক্ষে পড়াশোনা করছিলেন। তখনই হামলা চালায় জঙ্গিরা। তাঁরা বন্দুক আর গুলির শব্দে তীব্র আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*