বিশেষ প্রতিনিধি,
আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১০ জনের৷ শুধু তাই নয়, বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিবিনিময় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নিউ বিল্ডিংয়ের কাছে গোলাগুলির তীব্র শব্দ শোনা যায়৷ সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, প্রবল শব্দে ছড়ায় আতঙ্ক৷
বিভিন্ন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা, নাশকতা ছড়াতে মরিয়া তালিবান ও ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানাচ্ছে, হেলমন্দ প্রদেশে তালিবান জঙ্গি বিরোধী অভিযানে বড়সড় সাফল্য এসেছে৷ সেখানে সেনা অভিযানে কয়েকজন জঙ্গি কমান্ডার সহ ৫০ জন তালিবানকে খতম করা হয়েছে৷ হেলমন্দের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বদলা নিতেই কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের কাছে হামলা হয়েছে বলে সন্দেহ৷
ঊর্দ্ধতন এক পুলিশ আধিকারিক জানান, মন্ত্রকের প্রবেশপথের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। এরপর হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলির লড়াই হয়। আগামী কয়েক সপ্তাহে সরকারি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোতে তালেবান জঙ্গিরা আরো ভয়াবহ হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে সরকার।
Be the first to comment